বুধবার, ২৯ এপ্রিল, ২০২০, ০৭:৩২:০৮

'গাজীপুর সিটি মেয়রের মসজিদ খোলার ঘোষণা প্রত্যাহার না করলে কড়া ব্যবস্থা'

'গাজীপুর সিটি মেয়রের মসজিদ খোলার ঘোষণা প্রত্যাহার না করলে কড়া ব্যবস্থা'

গাজীপুর থেকে : গাজীপুর মহানগরী এলাকার মসজিদগুলো মুসল্লিদের জন্য খুলে দেওয়ার ঘোষণা প্রত্যাহার করা না হলে ক'ড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। আজ বুধবার গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তার (মেয়রের) এমন ঘোষণাকে আমরা চ'র'ম বিরো'ধী হিসেবে দেখছি। অত্যন্ত ক'ঠিনভাবে প্রতিবা'দ জানিয়েছি আমরা। তাকে বার্তা দেওয়া হয়েছে। অতি অল্প সময়ের মধ্যে ওই ঘোষণা প্র'ত্যাহা'র করে সরকার যেভাবে চায় সেভাবে ঘোষণা দিতে। মনে হয় সেটা তিনি দিচ্ছেন।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ স্থানীয় সব নেতা মেয়রের এই ঘোষণার বিপক্ষে। স্থানীয়ভাবে মাইকিং হচ্ছে, এমন ঘোষণা দেয়ার কোনো এখতিয়ার মেয়রের নেই, এই ঘোষণায় কান দেবেন না বলেও জানা তিনি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার গাজীপুর মহানগরী এলাকার মসজিদগুলো মুসল্লিদের জন্য খুলে দেওয়ার ঘোষণা দেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার আঞ্চলিক কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে