শুক্রবার, ০১ মে, ২০২০, ০৪:২৭:০০

২৪ ঘন্টায় ১০৯ পুলিশ সদস্যের করোনা শনা'ক্ত, পুলিশে মোট আক্রা'ন্ত ৬৪৫

২৪ ঘন্টায় ১০৯ পুলিশ সদস্যের করোনা শনা'ক্ত, পুলিশে মোট আক্রা'ন্ত ৬৪৫

নিউজ ডেস্ক : দেশের পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে গত ২৪ ঘন্টায় আরও ১০৯ জন করোনায় ভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন। এ নিয়ে পুলিশে মোট আক্রা'ন্তের সংখ্যা দাড়াল ৬৪৫ জনে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আক্রা'ন্তের সংখ্যা ছিল ৫৩৬ জন। এ সময় করোনায় আক্রা'ন্ত হয়ে চার পুলিশের মৃত্যু হয়। 

এ পর্যন্ত যে চারজন মা'রা গেছেন, তারা সবাই ডিএমপির সদস্য। পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, আজ দুপুরে পর্যন্ত সারা দেশে পুলিশের ১ হাজার ২২৪ জন সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর আইসোলেশনে আছেন ১৫৯ জন। আর করোনায় আক্রা'ন্ত ৫৫ জন পুলিশ সদস্যকে সুস্থ ঘোষণা করা হয়েছে।

করোনা ভাইরাসে সং'ক্র'মিত হয়ে শুক্রবার সকালে ঢাকায় নাজির উদ্দীন নামে এক এসআই মা'রা যান। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নাজির উদ্দীন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রতিরক্ষা শাখায় কর্মরত ছিলেন। তার করোনা পজিটিভ শনা'ক্ত হয় গত ২৫ এপ্রিল। 

নাজির উদ্দীনের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাংগুরা থানার কাজিটোলা গ্রামে। সকালে রাজারবাগে জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় তার ম'রদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। আগে পুলিশের যে তিন সদস্য মা'রা গেছেন, তারা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খালেক, ট্রাফিক কনস্টেবল আশেক মাহমুদ ও কনস্টেবল জসিম উদ্দিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে