শনিবার, ০২ মে, ২০২০, ১২:০৬:২০

করোনায় আক্রা'ন্ত সংসদ সদস্য, ন্যাম ভবন লকডাউন

করোনায় আক্রা'ন্ত সংসদ সদস্য, ন্যাম ভবন লকডাউন

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসে আক্রা'ন্তের তালিকায় এবার একজন সংসদ সদস্য যুক্ত হলেন। দেশের উত্তরবঙ্গের একজন সংসদ সদস্যের করোনা পজটিভ এসেছে। তিনি গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর ন্যাম ভবনের বাসায় ওঠেন। ন্যাম ভবনে থাকা ওই সংসদ সদস্য দশম সংসদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

এলাকা থেকে আসার পর শরীরে জ্বর দেখা দিলে আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার (০১মে) বিকেল ৫টায় আইইডিসিআর থেকে রিপোর্ট পাঠানো হয়। তাকে জানানো হয়েছে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে। এই প্রথম বাংলাদেশের কোনো সংসদ সদস্য করোনায় আক্রা'ন্ত হলেন।

সরকারদলীয় ওই এমপি সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ের ৪ নম্বর ভবনে থাকতেন। ওই ভবনটি লকডাউনের প্রস্তুতি চলছে। শুক্রবার তার শরীরে করোনা ভাইরাস শনা'ক্ত হয়। সংসদের এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। সংসদের ওই কর্মকর্তা বলেন, ''রিপোর্টে উত্তরাঞ্চলের ওই এমপির করোনা পজিটিভ এসেছে। তার আবাসস্থল ভবন লকডাউন করে দেয়া হবে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে