শনিবার, ০২ মে, ২০২০, ০৪:৪৮:৫৪

সরকার গার্মেন্ট মালিকদের পাশে থাকবে, আপনারা শ্রমিকদের পাশে থাকুন : কাদের

সরকার গার্মেন্ট মালিকদের পাশে থাকবে, আপনারা শ্রমিকদের পাশে থাকুন : কাদের

নিউজ ডেস্ক : করোনা মো'কাবিলায় বিভিন্ন কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সার্ব'ক্ষণিক মনিটরিং করছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী তাৎক্ষ'ণিক নির্দে'শনা দিচ্ছেন। তার ওপর আস্থা রাখুন, আল্লাহর ওপর ভরসা রাখুন। করোনাযু'দ্ধে জয় আমাদের হবেই।

শনিবার (২ মে) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে দেয়া এক ভিডিও বক্তব্যে তিনি এসব কথা বলেন। পোশাকশিল্প কারখানায় শ্রমিক ছাঁ'টাই, লে-অফ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পোশাক তৈরি কারখানাগুলো চালু করার আগে মালিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন-এ সং'কটে কোনো শ্রমিক ছাঁ'টাই লে-অফ করা হবে না।

তিনি বলেন, ঢাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়েই ফ্যাক্টরি পরিচালনা করবেন। বিভিন্ন জেলা বা গ্রামে অবস্থানরত শ্রমিকদের বেতনের একটি অংশ দেয়া হবে। তাদের ঢাকায় আসতে নিরুৎসাহিত করা হবে। সেই প্রতিশ্রুতি রক্ষা করুন। প্রকৃতপক্ষে আমরা দেখছি, প্রতিদিন দলে দলে বিভিন্ন উপায়ে শ্রমিকরা ঢাকায় ফিরছেন। 

ওবায়দুল কাদের বলেন, তারা বলছেন, তাদেরকে অফিস থেকে ডাকা হয়েছে। আবার গতকাল গাজীপুরে একটি কারখানায় লে-অফ ঘোষণা করা হয়েছে। ছাঁটাই করা হয়েছে শ্রমিকদের। এটা তো হওয়ার কথা ছিল না। সরকার এ খাতের সুর'ক্ষায় ইতোমধ্যে নিম্ন সুদে প্রণোদনাসহ তাদের রফতানি আদেশ অব্যাহত রাখতে নানামুখী উদ্যোগ নিয়েছেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই বিভিন্ন দেশের সরকারপ্রধানদের টেলিফোনে অনুরোধ জানিয়েছেন। পোশাকশিল্পের মালিকরা উদার মানসিকতার দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমার বিশ্বাস। শেখ হাসিনার সরকার আপনাদের পাশে রয়েছে। আপনারা শ্রমিককর্মী ভাই-বোনদের পাশে থাকুন। প্রতিশ্রুতি রক্ষা করুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে