রবিবার, ০৩ মে, ২০২০, ১১:০৭:৫৭

করোনার উপসর্গ নিয়ে আইসিইউতে অধ্যাপক মুনতাসীর মামুন

করোনার উপসর্গ নিয়ে আইসিইউতে অধ্যাপক মুনতাসীর মামুন

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন করোনা ভাইরাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সন্ধ্যায় তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুগদা জেনারেল হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান এবং হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক কমিটির সভাপতি সদস্য প্রফেসর ডা. মনিলাল আইচ লিটু এ তথ্য নি'শ্চিত করেন।

প্রফেসর ডা. মনিলাল আইচ লিটু বলেন, অধ্যাপক মুনতাসীর মামুনকে আজ বিকালে এখানে আনা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো না। তিনি আইসিইউতে চিকিৎসাধীন। তিনি চোখেও ঠিকমতো দেখতে পাচ্ছেন না। তার অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে। তাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

মুগদা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক টিমের ফোকাল পারসন ডা. মাহবুবুর রহমান বলেন, ''ইতোমধ্যে তিনি করোনা পরীক্ষা করিয়েছেন। কিন্তু রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে তার জ্বর ও শ্বাসকষ্ট আছে। এজন্য তিনি ভর্তি হয়েছেন। আগামীকাল আবারও তার পরীক্ষা করা হবে। তিনি কিন্তু করোনা আক্রা'ন্ত নন। সাসপেক্টেড করোনা। তিনি করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে