সোমবার, ০৪ মে, ২০২০, ১২:৩২:০২

'সাধারণ ছুটি ১৫ মে পর্যন্ত বাড়তে পারে'

'সাধারণ ছুটি ১৫ মে পর্যন্ত বাড়তে পারে'

নিউজ ডেস্ক : করোনার কারণে সৃষ্ট প'রিস্থিতিতে দেশব্যাপী চলা সাধারণ ছুটি আগামী ১৫ মে পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আজ সোমবার (৪ মে) সকালে রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে ভি'ডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এ তথ্য জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, করোনা সং'ক্রমণের বিস্তার রো'ধে আগামী ১৫ মে পর্যন্ত আমরা সাধারণ ছুটি বাড়াতে চাচ্ছি। কিন্তু যেহেতু এখন রমজান মাস চলছে। রমজান মাসের বাজার ঘাট যাতে চলতে পারে তার ব্যবস্থাও করতে হবে। ইতিমধ্যে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। কেননা অর্থনীতির চাকা গতিশীল রাখতে হবে। সেই লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

শেখ হাসিনা বলেন, এরইমধ্যে আমরা বেশ কিছু ক্ষেত্র উন্মুক্ত করে দিয়েছি। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বড় কোনো সমাগম করা যাবে না। কেননা, করোনা সং'ক্রমণ একটি ছোঁ'য়াচে রোগ। এর বিস্তার  যাতে না হয় সেদিকে সবাইকে খেয়াল রেখে কেনাকাটা করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে