সোমবার, ০৪ মে, ২০২০, ০৬:১৫:০৩

ঈদের ছুটিতে দূরপাল্লার বাস বন্ধ থাকবে

ঈদের ছুটিতে দূরপাল্লার বাস বন্ধ থাকবে

নিউজ ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে আন্তঃজেলা পরিবহন বা দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 'করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সাধারণ ছুটি/চলাচলে নিষে'ধা'জ্ঞা বর্ধিতকরণ' শীর্ষক এক আদেশে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ''সব মন্ত্রণালয় বিভাগ তাদের নিয়ন্ত্রণাধীন অফিসসমূহ প্রয়োজনানুসারে খোলা রাখবে, সেই সঙ্গে তাদের অধিক্ষেত্রের কার্যাবলি পরিচালনার জন্য সুনির্দিষ্ট নির্দে'শনা জারি করবে।'' আদেশে আরও বলা হয়, ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যা'গ করতে পারবেন না, ওই সময় আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে।

প্রতি ঈদে ঢাকাসহ দেশের বিভিন্ন নগর-মহানগর থেকে আন্তঃজেলা পরিবহনযোগে অন্যত্র যাতায়াত করেন লোকজন। এবার করোনা ভাইরাস পরি'স্থিতি সং'ক্র'মণের মধ্যে এ ধরনের পরিবহন চললে পরি'স্থিতির অবনতির শ'ঙ্কা তৈরি হতো। এখন আন্তঃজেলা পরিবহন বা দূরপাল্লার বাস চলাচল ব'ন্ধের এ ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে করোনা ভাইরাস সং'ক্র'মণ রো'ধে চলমান সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়ানো হয়েছে। জরুরি সেবা দেওয়াসহ দফতরগুলোকে আওতার বাইরে রেখে বিভিন্ন নির্দে'শনা মানা সাপেক্ষে আগামী ৬ থেকে ১৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে আরও চার দফায় ছুটি বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে