মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৭:২৬:৪৭

৫০০ নম্বরে ০ পেলেন পরীক্ষার্থীরা!

 ৫০০ নম্বরে ০ পেলেন পরীক্ষার্থীরা!

নিউজ ডেস্ক : গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফলাফল প্রকাশ হয়েছে। অনেক পরীক্ষার্থী ৫০০ নম্বরের মধ্যে ০ পেয়েছেন। ফল পাওয়ার পর এক পরীক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‌‘জীবনে এই প্রথম কোনো একাডেমিক পরীক্ষায় শূন্য পাইলাম। শূন্য মানে, ডাহা শূন্য, জিরো। তাও আবার অ্যাত্তগুলা নম্বরের মধ্যে। অ্যাত্তগুলা বলছি কম ভাবিয়েন না। কম-শম না, ৫০০ নম্বরের মধ্যে ০। ভাবা যায়?’ ।ওই পরীক্ষার্থী সরকারি তিতুমীর কলেজের ছাত্র বলে জানা গেছে। সেই বিভাগের প্রায় ২০ জন পরীক্ষার্থীর কপালে এমন ঘটনা ঘটেছে জানা গেছে। অবাক করা কণ্ড! ৫০০ নম্বরের পরীক্ষায় একজন পরীক্ষার্থী কি করে শূন্য পান! সমস্যাটা কোথায়? ০ পাওয়া কয়েক পরীক্ষার্থীর ভাষ্য, এ ধরনের ফলাফল দেখে তারা খুবই অবাক হয়েছেন। এটা নিয়ে বেশ উদ্বিগ্ন তারা। এ সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তারা। এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষানিয়ন্ত্রক বদরুজ্জমান জানান, বিষয়টি কয়েক পরীক্ষার্থী আমাদের জানিয়েছে। আমরা বিশ্লেষণ করে দেখেছি, প্রদেয় তথ্যের কোটায় পরীক্ষার্থীদের ভুল তথ্য দেয়ার কারণেই এমনটা ঘটেছে। প্রায় ১ লাখ ২৭ হাজার পরীক্ষার্থীর মধ্যে দেড়শ’র মতো এ রকম হয়েছে বলে জানান তিনি। করণীয় বিষয়ে তিনি জানান, ফলাফল ঘোষণার ১ মাসের মধ্যে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডসহ কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে। যাদের এ ধরনের সমস্যা হয়েছে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ফলাফল আবার বিবেচনা করা হবে। যারা যে নম্বর পেয়েছে তা প্রকাশ করা হবে। প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স শেষপর্বের পরীক্ষা শুরু হয়। সারাদেশে ১১৭টি কলেজের ১ লাখ ২৭ হাজার ৮৮৪ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তত্বীয় পরীক্ষা গত ৩১ অক্টোবর শেষ হয়। তত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ১ মাস ২৮ দিনে ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়। ২৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে