বৃহস্পতিবার, ০৭ মে, ২০২০, ০৩:০২:২৬

এক মাসের বেশি সময় পর মসজিদে জামাতে নামাজ আদায়

এক মাসের বেশি সময় পর মসজিদে জামাতে নামাজ আদায়

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের কারণে এক মাসের বেশি সময় পর মসজিদে জামাতে নামাজ আদায় করলেন মুসল্লিরা। করোনাভাইরাস সং'ক্রমণ ঠে'কাতে গত ৪ এপ্রিল ধর্মমন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে মসজিদে দশজনের অধিক ব্যক্তির অংশ গ্রহণে জামাত আদায়ে নিষে'ধাজ্ঞা জারি করে। এরপর ২৩ এপ্রিল আরেক বিজ্ঞপ্তির মাধ্যমে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা এবং রমজান মাসের তারাবির জামাত সীমিত আকারে আদায়ের জন্য নির্দেশনা দেয়া হয়।

তবে বুধবার (৬ মে) আরেক আদেশের মাধ্যমে সে নিষে'ধাজ্ঞা তুলে নিলে মুসল্লিরা আজ জোহর থেকে জামাতে নামাজ আদায় শুরু করেন।  
আজ জোহরের নামাজের সময় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মুসল্লিদের সরকারের নির্দেশনা মেনে নামাজ আদায় করতে দেখা গেছে। জামাতে নামাজ পড়ে মুসল্লিরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেন, মসজিদ আল্লাহর ঘর। মসজিদে নামাজ পড়ে যে শান্তি পাওয়া যায়, ঘরে নামাজ পড়ে সেই শান্তি পাওয়া যায় না। তাই করোনা নিয়ে ভ'য় থাকলেও মসজিদে নামাজ পড়তে এসেছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে