মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৭:৫৬:৪৪

দাবি আদায়ে বাংলাদেশ ব্যাংকের ৩ দিনের কর্মসূচি

দাবি আদায়ে বাংলাদেশ ব্যাংকের ৩ দিনের কর্মসূচি

ঢাকা : সদ্য ঘোষিত জাতীয় পে-স্কেলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মর্যাদার অবনমন করার প্রতিবাদে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। সোমবার দুপুরে ব্যাংক চত্বরে এক প্রতিবাদ সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা। কর্মসূচির মধ্যে মঙ্গল ও বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ব্যাংক চত্বরে মানববন্ধন। বৃহস্পতিবার সকাল ১০টায় একই স্থানে প্রতীকী কলম বিরতি। এর আগে বিক্ষুব্ধ কর্মকর্তারা ব্যাংক চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন। দুপুর ২টা থেকে শুরু করে আড়াইটা পর্যন্ত চলে এ প্রতিবাদ কর্মসূচি। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক শাহরিয়ার সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। বক্তারা বলেন, কেন্দ্রীয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, কিন্তু পে-স্কেলে মর্যাদার অবনমন করা হয়েছে। অবিলম্বে বাংলাদেশ ব্যাংকের নবীন কর্মকর্তাদের (এডি) বিসিএস ক্যাডারদের সমমর্যাদা এবং সর্বোচ্চ কর্মকর্তা নির্বাহী পলিচালকদের (ইডি) গ্রেড-১ দেয়ার দাবি জানান বক্তারা। ২৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে