শনিবার, ০৯ মে, ২০২০, ০৯:৩১:৩৭

ঈদের আগে খুলবে না বড় বড় অভিজাত শপিংমল-মার্কেট

ঈদের আগে খুলবে না বড় বড় অভিজাত শপিংমল-মার্কেট

নিউজ ডেস্ক : রোজার ঈদের আগে রাজধানীর অভিজাত শপিংমল-মার্কেট খুলবে না। সরকার অনুমতি দেয়ার পরও করোনা সং'ক্র'মণ রো'ধে সর্বপ্রথম গত বুধবার দক্ষিণ এশিয়ার বৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক না খোলার সিদ্ধান্ত নেয় যমুনা গ্রুপ কর্তৃপক্ষ। এরপরই বসুন্ধরা সিটি বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। 

এরই ধারাবাহিকতায় শুক্র ও শনিবার রাজধানীর অন্য সব মার্কেট না খোলার ঘোষণা দেন দোকান মালিক সমিতির নেতারা। মূলত গণপরিবহন চলাচলে নিষে'ধা'জ্ঞা বহাল এবং বিকাল ৪টার পর দোকান বন্ধের নির্দে'শনা থাকায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে। তবে রামপুরা, শান্তিনগর, এলিফ্যান্ট রোড, মিরপুর এলাকায় রাস্তার পাশে কিছু বিপনি-বিতান শনিবার থেকে খুলতে দেখা গেছে।

শনিবার পর্যন্ত যেসব মার্কেট না খোলার খবর পাওয়া গেছে, সেগুলো হলো-যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, পলওয়েল মার্কেট, মৌচাক ও আনারকলি মার্কেট, নিউমার্কেট, গাউছিয়া মার্কেট, চাঁদনি চক, চিশতিয়া মার্কেট, নিউ চিশতিয়া মার্কেট, ইসমাইল ম্যানশন, ইস্টার্ন মল্লিকা, চাঁদনি চক, নূর ম্যানশন, গোল্ডেন প্লাজা, গ্রিন স্মরণিকা, ধানমণ্ডি হকার্স মার্কেট, প্রিয়াঙ্গন মার্কেট, নূরানী ম্যানশন, এলিফ্যান্ট রোডের আশপাশের মার্কেট, বঙ্গবাজার কমপ্লেক্স, এনেক্সকো টাওয়ার, মহানগর কমপ্লেক্স, ঢাকা ট্রেড সেন্টার, ফুলবাড়িয়া সুপার মার্কেট, সুন্দরবন সুপার মার্কেট, নগর প্লাজা, সিটি প্লাজা, মিরপুর এলাকার শপিংমল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে