রবিবার, ১০ মে, ২০২০, ০২:১৩:০৪

এবার ভারত থেকে ট্রেনে করে পিয়াজ এলো বাংলাদেশে

এবার ভারত থেকে ট্রেনে করে পিয়াজ এলো বাংলাদেশে

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন দুই দেশের বাণিজ্য বন্ধ থাকার পর ভারত থেকে পিয়াজের চালান আসা শুরু করেছে। মালবাহী ট্রেনে করে শনিবার লকডাউনের পর প্রথমবার পিয়াজ এসেছে বাংলাদেশে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার পিয়াজবাহী প্রথম ট্রেন বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তর করেছে সে দেশের রেলওয়ে। কাস্টমস ছাড়পত্র পেলে ৪২ বগি পিয়াজ সুবিধাজনক স্থানে আনলোড করা হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার চারটি রেলওয়ে পয়েন্ট দিয়ে আরও কিছু মালবাহী ট্রেন নিত্যপণ্য নিয়ে আসবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। করোনা পরিস্থিতির কারণে প্রায় দেড় মাস ধরে ভারত থেকে পণ্য আনা-নেয়া বন্ধ ছিল। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে