রবিবার, ১০ মে, ২০২০, ০৮:৫৩:৩৪

করোনায় বাহিরে বের হলে ছাতা ব্যবহার, ফলাফল হাতেনাতে!

করোনায় বাহিরে বের হলে ছাতা ব্যবহার, ফলাফল হাতেনাতে!

নিউজ ডেস্ক : করোনায় বাহিরে বের হলে ছাতা ব্যবহার, ফলাফল হাতেনাতে! করোনা ভাইরাস পরিস্থিতিতে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে মানুষকে বড় ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। 

রবিবার বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ মো'কাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা একটি বড় বিষয়। আমরা দেখেছি বড় আকৃতির ছাতা নিয়ে রাস্তায় বের হলে এবং দুইজন পাশাপাশি চলাচল করলে তিন ফুটের বেশি দূরত্ব তৈরি হয়ে যায়। 

কৃষি সচিব এসময় করোনা মো'কাবিলায় বাইরে চলাচলরত সবাইকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করা, ব্যক্তিগত ত্রণ বিতরণের বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করা, বিতরণকালে পুলিশকে অবহিত করা, ঝালকাঠি শহরের অস্থায়ী কাঁচাবাজারে সেড নির্মাণ ও বালু-ইটের সলিং করা, সরকারি অফিস-প্রতিষ্ঠানে করোনা ঝুঁকি রোধে বিভিন্ন প্রতিরক্ষামূলক কর্মসূচি গ্রহণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ বেশ কিছু প্রস্তাবনা উত্থাপন করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সুগন্ধা সভা কক্ষে সংবাদ সম্মেলনে সচিব নাসিরুজ্জামান বলেন, ইতোমধ্যে জেলার জনপ্রতিনিধিদের সমন্বয়ে সভা করে কৃষি উৎপাদন ও বিপণন, আই-শৃঙ্খলা, ত্রাণ বিতরণ এবং করোনার সার্বিক বিষয়ে আলোচনা ও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এসময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ারও আহ্বান জানান কৃষি সচিব। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে