সোমবার, ১১ মে, ২০২০, ০৫:৫৫:৫৮

করোনা পরিস্থিতিতে একমাত্র ভরসাস্থল শেখ হাসিনা: হানিফ

করোনা পরিস্থিতিতে একমাত্র ভরসাস্থল শেখ হাসিনা: হানিফ

নিউজ ডেস্ক : বর্তমান করোনা ভাইরাস পরি'স্থিতিতে একমাত্র ভরসাস্থল শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। সোমবার মাহবুবউল আলম হানিফ নিজের বাসভবন থেকে পাঠানো এক ভিডিওবার্তায় এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান পরি'স্থিতিতে আমাদের ভরসার জায়গা একটাই, সেটা হলো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি শুরু থেকেই সীমিত সামর্থ নিয়ে লড়াই করে যাচ্ছেন এই করোনা ভাইরাসের দুর্যো'গ মো'কাবেলায়। সব সময় প্রতিটি কাজের তদারকি করছেন প্রয়োজনীয় দিক নির্দে'শনা ও সিদ্ধান্ত দিচ্ছেন এবং সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মনিটরিং করছেন।

তিনি বলেন, সরকার জীবন-জীবিকার ব্যাপারে অত্যান্ত দূরদৃষ্টি সম্পন্ন এবং সময়পযোগী সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছেন। মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই দুর্যো'গ কাটিয়ে উঠতে সক্ষম হব।

চলমান করোনা পরি'স্থিতিতে দো'ষারো'পের রাজনীতি পরিহার করে মানবিক হতে রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মাহবুবউল আলম হানিফ বলেন, ''ক্ষ'মতার বাইরে যারা আছেন তাদের প্রতি অনুরোধ অযথা সরকারের দো'ষ খোঁ'জার চেষ্টা না করে, আপনাদের যদি কোন ভালো পরামর্শ থাকে দুর্যো'গ মো'কাবেলায় সেটা প্রকাশ করুন। সরকার অবশ্যই যে কোন ভালো পরামর্শ গ্রহণ করবে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে