সোমবার, ১১ মে, ২০২০, ০৯:৩৫:৩৬

চলতি মাসেই এসএসসি’র ফল প্রকাশ

চলতি মাসেই এসএসসি’র ফল প্রকাশ

নিউজ ডেস্ক : গত ৩ ফেব্রুয়ারি এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয় এবং ব্যবহারিকসহ সব মিলিয়ে পরীক্ষা শেষ হয় ৫ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পর ফল প্রকাশের কথা থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে তা পিছিয়ে গেছে।

তবে চলতি মাসেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এ জন্য বোর্ডগুলো বাড়তি প্রস্তুতি নিচ্ছে এবং ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে। এ বছর মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী ছিল।

সোমবার (১১ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এ মাসেই ফল প্রকাশ করবো, আমরা প্রস্তুতি নিচ্ছি। ছুটি বাড়লেও অনলাইনে ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ঘরে বসেই ফল পাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে