শনিবার, ১৬ মে, ২০২০, ০৫:৩২:১২

ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝে নিলেন তাপস

ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝে নিলেন তাপস

নিউজ ডেস্ক : শনিবার দুপুর ১টার সময় নগরভবনে সীমিত পরিসরে অনাড়ম্বরভাবে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হকের কাছ থেকে মেয়রের দায়িত্ব বুঝে নেন শেখ ফজলে নূর তাপস। এর আগে তিনি ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ছিলেন। ডিএসসিসি নির্বাচনে অংশ নিতে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন।

এসময় মহানগর আওয়ামী লীগ ঢাকা দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, নগর আওয়ামী লীগ নেতা মোরশেদ কামাল ফরিদউদ্দিন আহমেদ রতন এবং কর্পোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মেয়র নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এরপর তিনি মেয়রের শপথও নেন। কিন্তু সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় এতদিন তাকে অপেক্ষা করতে হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে