সোমবার, ১৮ মে, ২০২০, ০৪:১৭:২২

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বাংলাদেশের দিকেই ধেয়ে আসছে আম্ফান!

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বাংলাদেশের দিকেই ধেয়ে আসছে আম্ফান!

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'আম্ফান' আরও শক্তিশালী হয়ে ওঠছে। এর মধ্যেই ঘূর্ণিঝড়টি অতি প্র'বল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের সূত্র মতে, আগামী ১২ ঘণ্টায় প্র'বল শক্তি সঞ্চয় করে সুপার সাইক্লোনে রূপ নিতে পারে এই ঝড়।

আর বাংলাদেশের আবহাওয়া দপ্তর বলছে, অতি প্র'বল ঘূর্ণিঝড়টি আগামী বুধবার সকাল নাগাদ বাংলাদেশে আ'ঘা'ত হা'নতে পারে। এখন পর্যন্ত অবস্থান ও গতিপ্রকৃতি বলছে, এটি বাংলাদেশের দিকেই আসছে এবং বি'ধ্বং'সী ক্ষমতা নিয়ে এটি বাংলাদেশের উপকূলে আ'ঘা'ত হা'নতে পারে বুধবার ভোরের দিকে।

আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশের চট্টগ্রাম উপকূল থেকে এখনো প্রায় এগারশ পঞ্চাশ কিলোমিটার দুরে আছে ঘূর্ণিঝড় আম্ফান। আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ভারত সীমান্তে সুন্দরবন অংশ দিয়ে ঘূর্ণিঝড়টির মূল অংশ দেশের সীমানায় আঘা'ত করতে পারে। ঝড়ের মূল অংশ সুন্দরবন অংশে আসলেও এর প্রভা'ব পড়বে চারদিকেই। তবে এখনো এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে।

তাই নানা পরিবর্তনের সুযোগ রয়েছে।তবে সত'র্কীকরণ সং'কেত বাড়ানো হবে আজই। বজলুর রশিদের মতে, ঝড়টি ভারতের দীঘা থেকে বাংলাদেশের সন্দ্বীপ এলাকার মধ্য দিয়ে যাবে এবং এর মূল অংশ ভারত বাংলাদেশ সীমান্তের সুন্দরবন অংশে আসবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে