সোমবার, ১৮ মে, ২০২০, ০৫:২৪:০৩

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক : করোনা সং'ক্রমণরো'ধে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। আজ বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নি'শ্চিত করেন বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান। এদিকে প্রাইভেট কার, মাইক্রোবাসসহ ব্যক্তিগত ছোট যানবাহনগুলো ঢাকার দিকে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

এ সময় এসব গাড়ির ড্রাইভাররা উত্তে'জিত হয়ে ৫ নম্বর ঘাটের টিকিক কাউন্টার ভা'ঙচুর করে। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, এ নৌ-রুটে কয়েকটি ফেরি দিয়ে জরুরি পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পার করা হচ্ছিল। কিন্তু আজ সকাল থেকে ছোট গাড়ির চাপ বাড়তে থাকে। বেলা ১১টার দিকে সর্বসম্মতিক্রমে আপাতত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আর ফেরিগুলো মাঝ নদীতে নোঙর করে রাখা হচ্ছে। 

টিকিট কাউন্টার ভা'ঙচুরের বিষয়টি স্বী'কার করে তিনি আরো জানান, ড্রাইভাররা এ ঘটনাটি ঘটিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা জানান, ''পাটুরিয়া ঘাটে টিকিট কাউন্টার ভা'ঙচুরের খবর পেয়ে পুলিশ তাৎ'ক্ষণিক ঘটনাস্থলে যায়। আর সরকারের নির্দে'শনানুযায়ী পাটুরিয়া ঘাটে আসা সকল ছোট যানবাহন ঢাকার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে