মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ১০:৫১:৫০

এবারও বাংলাদেশকে বাঁ'চাতে একাই ল'ড়বে ‘সুন্দরবন’!

এবারও বাংলাদেশকে বাঁ'চাতে একাই ল'ড়বে ‘সুন্দরবন’!

নিউজ ডেস্ক : বিশ্বের প্রাকৃতিক বিস্ময় সুন্দরবন যে বাংলাদেশের মানুষ ও সম্পদ রক্ষার ঢাল হিসেবে ভূমিকা পালন করছে সেটি আগেও বেশ কয়েকটি ধ্বং'সাত্মক ঘূর্ণিঝড়, সাইক্লোনে প্রমাণিত হয়েছে। এবারও এর ব্যতিক্রম হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুপার সাইক্লোন ‘আম্ফান’র বিরু'দ্ধে এবারও একাই ল'ড়বে সুন্দরবন।

সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবনকে বিবেচনা করা হয়। দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। ভারতের মধ্যে রয়েছে বাকি অংশ।

বাংলাদেশের দিকে এগিয়ে আসা যেকোনো মাত্রার প্রাকৃতিক দুর্যোগের সময় এই বনভূমি বুক পেতে দিয়ে দেশকে রক্ষার চেষ্টা করেছে। ‘আম্ফান’র গতিপথ বলছে, এবারও সুন্দরবনই পদাতিক সৈন্যের মতো প্রাথমিক ধা'ক্কা সামলে দিয়ে ঝড়টিকে দুর্বল করে দিতে পারে। সেক্ষেত্রে স্থলভাগে ঝড়টি দা'পট কমাতে বাধ্য হবে।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, দুপুর ১২টায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটারের কম দূরত্বে থাকা ঘূর্ণিঝড় আম্পান আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে আজ শেষরাত হতে বুধবার বিকাল বা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের (বিএমডি) আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, “তবে, ঘূর্ণিঝড়টি যদি ধীরে ধীরে সংকীর্ণও হয়ে আসে তবে এটি বাংলাদেশ ও ভারতের উপকূলীয় এলাকা, সুন্দরবন জোনের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা উপকূলে আঘা'ত হানবে।” যৌথ টাইফুন সতর্কতা কেন্দ্রও সতর্ক করেছে যে, সুপার সাইক্লোনটি সুন্দরবনের দিকে কেন্দ্র করে এগিয়ে চলেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে