বুধবার, ২০ মে, ২০২০, ০৫:৩৬:১৯

মসজিদগুলোর জন্য সরকারের ১২২ কোটি ২ লাখ টাকা অনুদান

মসজিদগুলোর জন্য সরকারের ১২২ কোটি ২ লাখ টাকা অনুদান

নিউজ ডেস্ক : বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের ২ লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদের জন্য সরকার ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা অনুদান দিয়েছে। আর্থিক অসচ্ছলতা দূরীকরণে প্রত্যেক মসজিদের অনুকূলে ৫ হাজার টাকা করে এই অনুদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন বলে বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক চিঠিতে জানানো হয়েছে।

জেলা প্রশাসকদের কাছে পাঠানো ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস (কভিড -১৯) সং'ক্র'মণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানাবিধ কারণে দেশের মসজিদগুলোতে মুসল্লিগণ স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছে না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় হ্রাস পেয়েছে। ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।

প্রধানমন্ত্রী বিদ্যমান পরিস্থিতিতে মসজিদসমূহের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে প্রত্যেক মসজিদের অনুকূলে ৫০০০ টাকা হারে অনুদান প্রদানের সানুগ্রহ অনুমোদন প্রদান করেছেন। জরুরি ভিত্তিতে অনুদানের অর্থ বিতরণ করে ১৫ জুনের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন প্রেরণ করার জন্য অনুরোধ করা হয় চিঠিতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে