বৃহস্পতিবার, ২১ মে, ২০২০, ০৬:১৮:৩০

দুর্যোগ ব্যবস্হাপনায় শেখ হাসিনা সরকার আবারও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : ওবায়দুল কাদের

দুর্যোগ ব্যবস্হাপনায় শেখ হাসিনা সরকার আবারও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, দু'র্যোগ পরবর্তী ক্ষ'তিগ্র'স্তদের সহায়তা, বে'ড়িবাঁ'ধ মে'রামতসহ সার্বিক পু'নর্বাসন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দে'শনা দিয়েছেন। ক্ষ'তিগ্র'স্ত এলাকার মানুষ করোনার পাশাপাশি ঘূর্ণিঝড়ের ক্ষ'য়ক্ষ'তি মো'কাবিলায় দুটো চ্যা'লেন্জ অতিক্র'মে আওয়ামী লীগের নেতাকর্মীদের আহবান জানানো হচ্ছে।

তিনি বলেন, কিছুদিন ধ'রে অসাব'ধানতা, সচেত'নতার জন্য করেনার সং'ক্রমণ ও মৃ'ত্যুর হার বে'ড়ে চলছে। অহে'তুক যেখানে সেখানে সমা'গম করে জেনে শুনেই সং'ক্রমণ ও মৃ'ত্যুকে ডে'কে আনছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ্ তত্বা'বধানে ঝড়ের আগে বিভিন্ন জেলার, প্রশাসন স্বে'চ্ছাসে'বী সংস্থা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় ২৪ লক্ষ মানুষকে আ'শ্রয় কেন্দ্রে নিরা'পদে নিয়ে এসেছে। বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রি'ফিং তিনি এসব কথা বলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে