রবিবার, ২৪ মে, ২০২০, ১০:৪০:৩৫

করোনা আক্রা'ন্ত আরও ৬০ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন

করোনা আক্রা'ন্ত আরও ৬০ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী মহামা'রি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সং'ক্রমণের শুরু থেকে জনগণের সেবায় কাজ করছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রা'ন্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা।

করোনাভাইরাসে আক্রা'ন্ত আরও ৬০ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত কয়েক ধাপে সুস্থ হলেন ৭৮২ জন করোনা আক্রা'ন্ত পুলিশ সদস্য। এদের অনেকেই আবার কাজেও যোগদান করেছেন।

শনিবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু বিষয়টি নিশ্চিত করে জানান, আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী ৬০ পুলিশ সদস্যের প্রত্যেকের দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। পরীক্ষায় দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

হাসপাতাল ত্যাগ করার সময় বরাবরের মতোই করোনা প্র'তিরোধের সম্মুখযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে