মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ০৮:৫৫:৪০

মালদ্বীপ থেকে দেশে ফিরলেন ১২০০ বাংলাদেশি

মালদ্বীপ থেকে দেশে ফিরলেন ১২০০ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাস পরি'স্থিতিতে সম্প্রতি অনিয়মিত হিসেবে চি'হ্নিত ১২০০ বাংলাদেশি মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন। জরুরি নোটিশে মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশ হাইকমিশন থেকে বিষয়টি জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ৫ জুনের মধ্যে আরও ৩-৪টি ফ্লাইটে করে অনেক শ্রমিক দেশে ফিরবেন। 

পাশাপাশি নিয়মিত ফ্লাইট চলাচল পুনরায় শুরু হলে বৈধ এবং অবৈধ বাংলাদেশি শ্রমিকদের দেশে ফেরার অনুমতি দেওয়া হবে। এর আগে মালদ্বীপে কর্মক্ষেত্রে যোগ দিতে না পারা ৭০ বাংলাদেশিকে গত ১৭ মে দেশে ফিরিয়ে আনে বিমানবাহিনীর একটি সি-১৩০বি পরিবহন উড়োজাহাজ।

গত ২১ মে সংযুক্ত আরব আমিরাত থেকে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন আরও ২৩০ আমিরাত প্রবাসী। এ ছাড়া গত ১২ মে সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে ৩০০ জন নাগরিক দেশে ফেরেন। তার আগে লকডাউনের কারণে যুক্তরাজ্যে আটকা পড়া শিক্ষার্থীসহ ১১৪ জন বাংলাদেশি ১১ মে সকালে ঢাকায় ফেরেন। সূত্র : ইউএনবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে