বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ০৯:০২:৫৮

আগামী রোববার থেকে চলবে আন্তঃনগর ট্রেন

আগামী রোববার থেকে চলবে আন্তঃনগর ট্রেন

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের কারণে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এবার সীমিত পরিসরে, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর নির্দেশ দিয়েছে সরকার।

করোনার কারণে টানা ৬৭ দিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে রোববার (৩১ মে) থেকে ট্রেন চলাচল শুরু হবে। এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, গণপরিবহন চালু করতে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তারই অংশ হিসেবে আমরা শুধু আন্তঃনগর ট্রেন চালাব‌। আগে যে রুটে পাঁচটি আন্তঃনগর ট্রেন চলতো, সেই রুটে এখন দুটি ট্রেন চলবে। সেক্ষেত্রে একটা সিট বাদ দিয়ে টিকিট বিক্রি করা হবে।

তিনি আরো বলেন, একটি ট্রেনের অর্ধেক টিকিট বিক্রি করা হবে। আমরা ১৫ জুন পর্যন্ত ট্রেন চালিয়ে দেখব। তারপর সরকার থেকে নতুন কোনো নির্দেশনা আসলে আমরা আবার বিষয়টি বিবেচনা করব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে