রবিবার, ৩১ মে, ২০২০, ০৩:২২:০০

করোনায় মা'রা গেলেন সাবেক সচিব ও রাজউকের চেয়ারম্যান বজলুল করিম চৌধুরী

করোনায় মা'রা গেলেন সাবেক সচিব ও রাজউকের চেয়ারম্যান বজলুল করিম চৌধুরী

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়ে সাবেক সচিব বজলুল করিম চৌধুরী মৃ'ত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

আজ বেলা সাড়ে এগারোটায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃ'ত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মরহুমের মামা আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

বজলুল করিম চৌধুরী লালমাটিয়ায় বসবাস করতেন। কয়েকদিন আগেই তিনি ও তার স্ত্রী মিসেস নাজমুন্নাহার বজলুর জ্বরে আক্রা'ন্ত হন। গত ২২ মে দুজনেরই করোনা পজেটিভ আসে। ওইদিনই তাদেরকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ মে বজলুল করিমের অবস্থার অবনতি হয়। তাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে নেওয়ার দুইদিন পর আজ তিনি মা'রা যান। তার স্ত্রী বর্তমানে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চাকরি জীবনে বজলুল করিম চৌধুরী টাঙ্গাইলের জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের চেয়ারম্যান, ঢাকার বিভাগীয় কমিশনার, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবসহ অনেক গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের সপ্তম ব্যাচের কর্মকর্তা।

বজলুল করিম চৌধুরী রাজবাড়ী সদরের মরহুম রেজাউল করিম চৌধুরীর পুত্র। মৃ'ত্যুকালে বজলুল করিম চৌধুরী তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। চাকরি জীবনে বজলুল করিম চৌধুরী একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃ'ত্যুতে রাজবাড়ীতে শো'কের ছায়া নেমে এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে