সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩১:১৩

কালিহাতীর ঘটনায় দুই ওসিকে প্রত্যাহার

কালিহাতীর  ঘটনায় দুই ওসিকে প্রত্যাহার

নিউজ ডেস্ক : বহুল আলোচিত টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় দুই ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে আটটার দিকে দুই ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শরীফুল ইসলাম।

তিনি বলেন, রোববার রাত ১১টার দিকে কালিহাতী থানার ওসি শহীদুল ইসলাম ও ঘাটাইল থানার ওসি মোকলেছুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, ছেলের সামনে মাকে লাঞ্জনার ঘটনার প্রতিবাদে গত শুক্রবার বিকেলে এলাকাবাসী বিক্ষোভ করার প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ বাধা দিলে মিছিল থেকে ঢিল ছুঁড়ে মারা হয়।

এতে ক্ষুব্ধ হয়ে মিছিলে অংশগ্রহণকারীর ওপর চড়াও হয় পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভ মিছিলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ, টিয়ারশেল ও গুলিবর্ষণ করে।

এতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ শামীম, কালীহাতী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ফারুক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রবি নামে তিনজন মারা যায়।

এ সময় রুবেল নামে আরো একজন মাথায় গুলিবিদ্ধ হন। রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
২১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে