‘ইসি চাইলে এখনো সম্ভব’
ঢাকা : নির্বাচন কমিশন সক্রিয় হলে এখনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির যুন্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের নিজস্ব কার্যালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিং এ মন্তব্য করেন।
রিজভী বলেন, দেশের যেসব জায়গায় ভোটকেন্দ্রে সহিংসতা হচ্ছে সেসব জায়গায় ভোট স্থগিত করে পূনরায় নির্বাচন দেয়ার জন্য আমাদের প্রার্থীরা আবেদন করেছে। আশাকরি নির্বাচন কমিশন এই আবেদনে সাড়া দিবে এবং তা বিবেচনা করবে।
৩০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ