বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০২:৫৮:৫৯

যা নিয়ে আজ খালেদার জরুরি বৈঠক

যা নিয়ে আজ খালেদার জরুরি বৈঠক

ঢাকা : আজ রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আজ রাত নয়টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের সার্বিক পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা করতে চেয়ারপারসন দলের নীতিনির্ধারণী ফোরামের সঙ্গে বৈঠক করবেন। এদিকে আজ বিকেল চারটায় দেশের ২৩৪টি পৌরসভা নির্বাচন পরিস্থিতি নিয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ব্রিফ করবেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ ব্রিফিং হওয়ার কথা রয়েছে। ৩০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে