সোমবার, ০৮ জুন, ২০২০, ১১:২৯:৩৮

বিশেষ ব্যবস্থায় পরপর তিনদিন ডায়ালাইসিস করা হলো ডা. জাফরুল্লাহ'র

 বিশেষ ব্যবস্থায় পরপর তিনদিন ডায়ালাইসিস করা হলো ডা. জাফরুল্লাহ'র

নিউজ ডেস্ক : প্রাণঘা'তী করোনাভাইরাসে আক্রা'ন্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা টানা তিন দিন ধরে অপরিবর্তিত রয়েছে। শ্বাসকষ্ট থাকায় টানা তিন দিন ধরে তাকে সবসময় অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এছাড়া এই তিন দিনই তার ডায়ালাইসিস করা হয়েছে।

রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসব তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

তিনি বলেন, ‘স্যারের অবস্থা এখনও স্থিতিশীল। তিনি এখনও অক্সিজেনে আছেন। এখনও তার শ্বাসকষ্ট পুরোপুরি কমেনি। আজকেও তার ডায়ালাইসিস করা হয়েছে। পরপর তিনদিন ডায়ালাইসিস করা হলো। বিশেষ ব্যবস্থায় এই ডায়ালাইসিস করা হয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে