সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৭:৪৮

ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ

ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ

ঢাকা : ঈদ উপলক্ষে ঢাকা ছাড়ছেন মানুষ। নাড়ির টানে এসব মানুষ বৃষ্টি উপেক্ষা করেই পরিবার-পরিজন নিয়ে রেল স্টেশনে পৌঁছেন। ১৫ সেপ্টেম্বর যারা অগ্রিম টিকিট কাটতে পেরেছেন তারাই কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করেন। যাত্রার প্রথমদিন রোববার উপচেপড়া ভিড় ছিল স্টেশন তথা প্রতিটি ট্রেনেই। ঘরমুখো যাত্রীদের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাতে দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে হাজির হন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এমপি। সোমবারও একই অবস্থা লক্ষ্য করা গেছে।

দেখা গেছে, ঘরমুখো যাত্রীরা আনন্দের সঙ্গেই ট্রেনে উঠছেন। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৯টি আন্তঃনগর ট্রেন কমলাপুর ছেড়েছে। এর মধ্যে রাজশাহী এক্সপ্রেস, লালমনি, সুন্দরবন ও একতা এক্সপ্রেস ২০ মিনিট থেকে দেড় ঘণ্টা পর্যন্ত বিলম্বে ছেড়েছে। এ বিষয়ে রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক খলিলুর রহমান জানান, বৃষ্টির দিন হওয়ায় ট্রেন নির্দিষ্ট গতির চেয়ে কিছুটা ধীরগতিতে চালানোর নির্দেশ দেয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার দিক বিবেচনা করেই এমন নির্দেশ দেয়া হয়েছে। যদিও সিডিউল অনুযায়ী ট্রেন চলবে বলে জানান রেলপথমন্ত্রী।

ঘরমুখো যাত্রীদের ট্রেনের ছাদ কিংবা ইঞ্জিনে না উঠার অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। বৃষ্টির দিন হওয়ায় ট্রেনের ছাদ আরও ঝুঁকিপূর্ণ, তাই ট্রেনের ছাদে না উঠাই শ্রেয়। ট্রেনের ছাদে যাত্রী না উঠতে দেয়ার জন্য আইনশৃংখলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।

এ সময় রেলপথমন্ত্রী সাংবাদিকদের জানান, যারা লাইনে দাঁড়িয়েও টিকিট কাটতে পারেননি তাদের উদ্দেশে তিনি বলেন, যাত্রার দিন আসনবিহীন ১৫ শতাংশ টিকিট বিক্রি করা হবে।
২১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে