বুধবার, ১০ জুন, ২০২০, ০৪:২১:০৬

ডা. জাফরুল্লাহর অবস্থার আরো উন্নতি, কমেছে ফুসফুসে নিউমোনিয়া সং'ক্রমণ

ডা. জাফরুল্লাহর অবস্থার আরো উন্নতি, কমেছে ফুসফুসে নিউমোনিয়া সং'ক্রমণ

নিউজ ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি করোনা আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে নিউমোনিয়া সং'ক্রমণ কিছুটা কমেছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন।

আজ বুধবার দুপুরে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজের বরাত দিয়ে তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের নিউমোনিয়া সং'ক্রমণ কিছুটা কমেছে। তাকে অক্সিজেন দেয়ার মাত্রাও গতকালের থেকে কমেছে। অবস্থার আরো উন্নতি হয়েছে, তিনি পুর্বের চেয়ে ভালো বোধ করছেন।

ফরহাদ হোসেন আরো বলেন, জাফরুল্লাহ স্যারের শারীরিক অবস্থা আগের থেকে ভালো। তিনি নিজেই খাবার গ্রহণ করছেন।

গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনা'ক্ত হয়। প্রথমে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র‍্যাপিড ডট ব্লট কিটের পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই ফলাফল আসে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে