শুক্রবার, ১২ জুন, ২০২০, ০৫:১৬:৩৩

এই বাজেট করোনার কবল থেকে অর্থনীতি পুনরুদ্ধারের : ওবায়দুল কাদের

এই বাজেট করোনার কবল থেকে অর্থনীতি পুনরুদ্ধারের : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : বাজটে নিয়ে প্রতি'ক্রিয়া জানাতে গিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেট করোনার কবল থেকে অর্থনীতি পুনরুদ্ধারের এক ভারসাম্যপূর্ণ বাজেট। প্রস্তাবিত বাজেট বিদ্যমান সং''কটকে সম্ভাবনায় রূপ দেওয়ার বাস্তবসম্মত দলিল। বিএনপির পক্ষে এই বাজেটের ব্যা'পকতা ও সম্ভাবনা অনু'ধাবন করা সম্ভব নয়।

নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাদের সঙ্গে যোগ দিয়ে ২০২০-‘২১ সালের প্রস্তাবিত বাজেটের ওপর দলের পক্ষ থেকে শুক্রবার প্রতি'ক্রিয়া জানান ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

এসময় ওবায়দুল কাদের বলেন, বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে কোনো ধ'রনের বিচার-বিশ্লেষণ না করে বিএনপি আগেভাগে প্রস্তুত করা ও মনগড়া পুরনো ও গতানুগতিক গল্পের মাধ্যমে প্রতি'ক্রিয়া ব্যক্ত করেছে। বিএনপির নেতারা গত ১১টি বাজেট ঘোষণার পর বাজেট নিয়ে নানা ধরনের মি'থ্যা ও বিভ্রা'ন্তিকর মন্তব্য করেছেন এবং বরাবরই বলেছেন, বাজেট বাস্তবায়ন হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে