শুক্রবার, ১২ জুন, ২০২০, ০৯:৫১:৫৬

৪০ লাখ বাংলাদেশি কৃষি শ্রমিক নিতে চায় সুদান, উগান্ডা, তানজানিয়া ও গাম্বিয়া

৪০ লাখ বাংলাদেশি কৃষি শ্রমিক নিতে চায় সুদান, উগান্ডা, তানজানিয়া ও গাম্বিয়া

নিউজ ডেস্ক : শুক্রবার এক ভি'ডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়ে বলেন, সম্প্রতি বেশ কিছু দেশের মন্ত্রীদের চিঠি দিয়েছিলাম তারা যেন কৃষিখাতে আরো বাংলাদেশী শ্রমিক নিয়োগ দেয়। আমরা ভালো তথ্য পেয়েছি। এই দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূতরা এ নিয়ে কাজ করছেন। সুতরাং একদিকে অসুবিধা আসছে অন্যদিকে নতুন নতুন সম্ভবনার সৃষ্টি হচ্ছে।

প্রবাসীরা বিদেশে বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকতে পারেন এ জন্য সরকার বেশ কিছু পদক্ষে'প নিয়েছে। বিশেষ করে মধ্যেপ্রাচ্যে করোনা মহামারীর কারণে তেলের দাম পড়ে যাওয়ায় সেই সকল দেশের সরকার প্রবাসী শ্রমিকদের দেশে ফিরে যেতে উদ্যোগ নিয়েছে।

আমরা মধ্যেপ্রাচ্যের অনেক সরকারের সঙ্গে আলোচনা করেছি। এরই পরিপ্রেক্ষিতে তারা আমাদের আবেদনে সাড়া দিয়েছে। আমরা বলেছি, তোমাদের দেশে আমাদের শ্রমিকেরা মরুভূমিকে একেবারে সবুজ করে ফেলেছে। এক সময় শাক সবজি তোমরা বিদেশ থেকে আনতে। তারা আরো বেশী করে মরুভূমিকে বাংলাদেশের মত সুজলা সুফলা গড়ে তুলবে। এদের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, ওমান, কাতার, কুয়েত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে