শনিবার, ১৩ জুন, ২০২০, ০৪:২২:৪১

করোনা আক্রা'ন্তের দিক থেকে বাংলাদেশ টপকে গেলো চীনকেও

করোনা আক্রা'ন্তের দিক থেকে বাংলাদেশ টপকে গেলো চীনকেও

নিউজ ডেস্ক : সারা বিশ্বের অবস্থাই টা'লমাটা'ল করোনাভাইরাসে। দেশে দেশে আক্রা'ন্ত ও মৃ'ত্যুর মিছিল থামছে না। এদিকে বাংলাদেশে করোনাভাইরাসের সং'ক্রমণ চীনকেও ছাড়িয়ে গেছে।

বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রা'ন্ত ও মৃ'ত্যুর সংখ্যা। শুরুতে ধীরে হলেও বাড়ছে ভাইরাসটির সং'ক্রমণ। ইতিমধ্যেই করোনা আক্রা'ন্ত হয়ে শনাক্ত হয়েছেন ৮৪ হাজারের বেশি মানুষ। মোট প্রাণহা'নি হলো ১১শর বেশি। ফলে, করোনা আক্রা'ন্তের দিক থেকে বাংলাদেশ টপকে গেলো চীনকেও। যে দেশে প্রথম করোনার সূচনা হয়েছিলো। চীনে এ পর্যন্ত শনা'ক্তের সংখ্যা ৮৩ হাজার ৭৫ জন। আর  দেশটিতে করোনায় মা'রা গেছেন ৪ হাজারের বেশি মানুষ।  

বাংলাদেশের ঠিক ওপরেই আছে কানাডা। দেশটিতে আক্রা'ন্তের সংখ্যা প্রায় ১ লক্ষ। তার ওপরেই আছে সৌদি আরব। গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সং'ক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনা'ক্ত হয় গত ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনা'ক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে