নিউজ ডেস্ক : রাজনীতির বিভিন্ন পর্যায়ে মোহাম্মদ নাসিমকে অনেকবার কা'রাব'ন্দি হতে হয়েছে। তাকে কা'রাঅভ্য'ন্তরে সহ্য করতে হয়েছে শারীরিক ও মানুষিক নির্যা'তন। এইচএসসি পড়া অবস্থায় ১৯৬৬ সালে প্রথম কা'রাব'রণ করেন মোহাম্মদ নাসিম।
সেই সময় পাকিস্তান সরকারের বি'রু'দ্ধে ভুট্টা খাওয়ানোর চেষ্টার বি'রু'দ্ধে আন্দো'লন করতে গিয়ে পিতা এম মনসুর আলীর সঙ্গে কা'রাগারে যেতে হয় তাকে। একবছর পরে তিনি ছাড়া পান। এরপর ১৯৭৫ সালে সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হ'ত্যা ও জাতীয় চার নেতার হ'ত্যাকা'ন্ডের পর গ্রেফ'তার করা হয়েছিল মোহাম্মদ নাসিমকে।
২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অভি'যানে আরো অনেক রাজনৈতিক নেতার সঙ্গে তাকেও গ্রেফ'তার করা হয়। সেই সময় অবৈ'ধভাবে এক কোটি ২৬ লাখ টাকার সম্পদ অর্জন ও ২০ লাখ টাকার সম্পদের তথ্য গো'পন করার অভিযো'গে বাংলাদেশের দুর্নী'তি দ'মন কমিশনের (দুদক) একটি মামলায় বিশেষ জজ আদালত ২০০৭ সালে মোহাম্মদ নাসিমকে ১৩ বছরের কা'রাদ'ণ্ড দেয়।
মামলায় সা'জা হওয়ার কারণে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি মোহাম্মদ নাসিম। তবে ২০১০ সালে উচ্চ আদালত ওই সা'জা ও মামলা বা'তিল করে দেন। এরপর ২০১৪ সালের নির্বাচনে মোহাম্মদ নাসিমকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। বিজয়ী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় তাকে।