রবিবার, ১৪ জুন, ২০২০, ০৪:৩৯:৪৯

মোহাম্মদ নাসিমের মৃ'ত্যু ও রাজাকার ‘শাবক’দের ‘উ'ল্লাস’

মোহাম্মদ নাসিমের মৃ'ত্যু ও রাজাকার ‘শাবক’দের ‘উ'ল্লাস’

মোহাম্মদ এ. আরাফাত: অধ্যাপক মুনতাসীর মামুন যখন করোনা আক্রা'ন্ত হলেন, এদেশের পাকি প্রে'তা'ত্মাগণ ‘উ'ল্লা'স’ প্রকা'শ করলো। রা'জাকার শা'বকদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের মু'ক্ত পাতায় প্রকা'শ্যে তার মৃ'ত্যুর আকা'ঙ্ক্ষা প্রকা'শ করলো। অধ্যাপক আনিসুজ্জামান যখন আমাদের ছে'ড়ে চলে গেলেন, তার মতো একজন অজা'তশ'ত্রু নিষ্পা'প মানুষের মৃ'ত্যু নিয়েও ‘উ'ল্লা'স’ প্রকা'শ করলো রা'জাকার ছা'নাগুলো।

রা'জাকার শাবকগুলো সার্বক্ষণিক মুহম্মদ জাফর ইকবালেরও মৃ'ত্যু কামনা করে। এরাই তাকে শারীরিকভাবে আ'ক্র'মণও করেছিল হ'ত্যার উদ্দে'শ্যে। আক্রা'ন্ত হয়ে মুহম্মদ জাফর ইকবাল যখন হাসপাতালে তখন রা'জাকার শা'বকগুলো প্রতিনিয়ত তার মৃ'ত্যু কামনা করেছে।
সৈয়দ আশরাফের মতো সজ্জ'ন রাজনীতিবিদের মৃ'ত্যুতেও তাদের ‘উ'ল্লা'স’ দেখেছি! অথচ, তারা পাকি আফ্রিদির করোনা পজিটিভে শো'কে কা'তর!

আমার যেকোনও লেখা বা বক্তব্যের প্রেক্ষি'তে রা'জাকার শা'বকগুলো তাদের ম'ন্ত'ব্যে যেরকম ঘৃ'ণা'র ব'হিঃপ্রকা'শ ঘ'টায় তাতে মনে হয় ওরা আমার মৃ'ত্যু কামনা করে এবং আমার মৃ'ত্যুতে ওরা ‘উ'ল্লা'স’ প্রকা'শ করবে। আমার অ'পরা'ধ কি ওদের কাছে? আমি কি ওদের পাকা ধানে মই দিয়েছি? হ্যাঁ, দিয়েছি। আমি প্রগতিশীলতার কথা বলি, আমি অ'সা'ম্প্রদা'য়িকতার কথা বলি, আমি মু'ক্তিযু'দ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি। বাংলাদেশের উন্নয়নের স্বার্থেই আমি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের বিরু'দ্ধে ওদের মিথ্যা অ'পপ্র'চারের জ'বাব দেই। আর এই জন্যই ওরা আমাকে ঘৃ'ণা করে। একই কারণে ওরা অধ্যাপক মুনতাসীর মামুনের মৃ'ত্যু কামনা করে, অধ্যাপক আনিসুজ্জামানের মৃ'ত্যুতে ‘উ'ল্লা'স’ প্রকা'শ করে।

লু'কি'য়ে থাকা পাকি প্রে'তা'ত্মা-রা'জাকার-দা'লাল গং' বঙ্গবন্ধুকে সপরিবারে হ'ত্যাকা'ণ্ডের পর বিজয় মি'ছিল করেছিল ঢাকা শহরের অলিতে-গলিতে। ১৫ আগস্ট ছিল ওদের জন্য উৎসবের দিন। এরাই ১৫ আগস্টে কেক কেটে মিথ্যা জন্মদিন পালন করার নামে আসলে করে ‘উ'ল্লা'স’। মোহাম্মদ নাসিমের মৃ'ত্যুতে এদের উ'ল্লা'সের মূল কারণ কিন্তু একই। শুধু আমাদের কেউ কেউ না বুঝেই পা দিয়েছে ওদের ফাঁ'দে।

একই ঘৃ'ণার ব'হিঃ'প্রকা'শ ঘ'টিয়ে ওরা গ্রে'নে'ড ছু'ড়ে মে'রেছিল শেখ হাসিনার দিকে, কে'ড়ে নিয়েছিল ২৪টি নি'ষ্পা'প প্রাণ। ওদের ঘৃ'ণার কোনও সী'মা-পরিসী'মা নেই। ওরা চায় প্রগতিশীল রাজনীতির মৃ'ত্যু। ওরা চায় বাংলাদেশে পাকিত'ন্ত্রের প্রতিষ্ঠা।

মোহাম্মদ নাসিমের মৃ'ত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাখ লাখ ফে'ক আইডি ব্যবহার করে ‘উ'ল্লা'স’ প্রকাশের প্লা'বন তৈরি করে ওরা সাধারণ মানুষকে বি'ভ্রা'ন্ত করতে চায়। ওরা দেখাতে চায় আওয়ামী লীগ ঘৃ'ণি'ত দল। ঠিক যেভাবে মিথ্যা অ'পপ্র'চারের ডা'লা সা'জিয়ে ১৯৭২-৭৫ সালে আওয়ামী লীগকে তারা ঘৃ'ণি'ত করে তু'লতে চেয়েছিল সাধারণদের মনে। অনেকখানি সফলও হয়েছিল তারা।

ধ'র্ষ'ক-ঘা'ত'ক, যু'দ্ধাপরা'ধী এবং বঙ্গবন্ধুর ঘা'তক'দের বিচার প্রক্রি'য়া ব'ল প্র'য়ো'গ করে এদেশীয় পাকি দা'লাল গং', রু'দ্ধ করে রেখেছিল বছরের পর বছর। ন্যায্য বিচারের প্রত্যাশায় বুক বেঁ'ধে ছিল দীর্ঘদিনের ডু'করে ডু'করে কা'ন্না। তাই বিচার প্রক্রিয়া সমা'প্তি ও সা'জা বা'স্তবায়নের পরে মু'ক্তিযু'দ্ধের পক্ষশ'ক্তির যে ‘উ'ল্লা'স’ ছিল, তা ছিল অন্যা'য়ের বি'রু'দ্ধে বিচার পাওয়ার আনন্দের ব'হিঃ'প্রকা'শ। অথচ, পাকি দা'লাল-রা'জাকার শাব'কগুলো তা মে'নে নিতে পারেনি। ওরা ইসলামের নামে ধ'র্ষ'ণ, হ'ত্যা, অ'গ্নিসং'যোগ, শিশু হ'ত্যা—সবকিছু জা'য়েজ করবে, আর তার বিচার করলে ওদের ঘৃ'ণা আরও বাড়বে।

আমাদের প্রতি তাদের সকল ঘৃ'ণা উ'ড়ে যাবে এবং প্রেম চুইয়ে পড়বে এখনই, শুধু আমরা যদি প্রগতিশীলতা-অ'সা'ম্প্রদা'য়িকতাকে পরিত্যা'গ করে মৌ'লবা'দী পাকিত'ন্ত্রকে আ'লি'ঙ্গ'ন করে নেই।

কিন্তু আমরা ওদের মতো ব'ন্য নই। আমরা ওদের মতো অস'ভ্য নই। আমরা আছি ন্যা'য্য ল'ড়া'ইয়ে। আমরা দীর্ঘদিনের রু'দ্ধ মহা অ'ন্যা'য়ের বিচারের রায়ে ‘উ'ল্লা'স’ প্রকা'শ করি, কারও মৃ'ত্যুতে নয়। আমরা ডা. জাফরুল্লাহর রাজনৈতিক প্রতিপ'ক্ষ হলেও তার প্রতিষ্ঠানের আবিষ্কারকে স্বাগত জানাই, তার সাফল্যকে ত'রা'ন্বি'ত করতে অবদান রাখি। তিনি অসুস্থ হলে, ‘উ'ল্লা'স’ নয় উ'দ্বে'গ প্রকা'শ করি। মনেপ্রাণে তার সুস্থতা কামনা করি।

কারণ, আমরা প্রগতিশীল। আমরা ইতিবাচক রাজনীতির পক্ষে। আমরা সহনশীলতার পক্ষে। আমরা ঘৃ'ণা'র বিপক্ষে।
এখন বলুন, গণতন্ত্র চান? বন্য পশুদের দিয়ে পশুত'ন্ত্র হয়, গণতন্ত্র নয়। গণতন্ত্রের জন্য লাগে ‘গ'ণ’, পশুদের দিয়ে গণত'ন্ত্র হয় না। অন্তরে যাদের এতো ঘৃ'ণা, মানুষের মৃ'ত্যুতে যারা ‘উ'ল্লা'স’ প্রকাশ করে। যারা ধর্মের নামে নারী ধ'র্ষ'ণ করে, রাজনীতির নামে শিশু হ'ত্যা করে, কৌ'শলের নামে গ্রে'নেড ছু'ড়ে মা'রে, তাদের দিয়ে আপনি ‘গণতন্ত্র’ ‘গণতন্ত্র’ খে'লবেন? হবে না। এরা পা'শবি'ক, এদের গণতন্ত্র দিলে এরা গণতন্ত্রকে ছিঁ'ড়ে খাবে। এরা গণতন্ত্রের যোগ্যই না। এরা গণতন্ত্র চায় মানুষের ওপর পশুতন্ত্র প্রতিষ্ঠার জন্য।
লেখক: অধ্যাপক। চেয়ারম্যান, সুচিন্তা ফাউন্ডেশন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে