ফিরোজায় বসে খবর নিচ্ছেন খালেদা
নিউজ ডেস্ক : গুলশানের নিজ বাসভবন ফিরোজায় বসে সারাদেশের পৌরসভা নির্বাচনের খোঁজ-খবর রাখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডাম সারাদেশের পৌর নির্বাচনী এলাকার খবরা-খবর নিচ্ছেন। বিএনপির পৌর নির্বাচন পর্যবেক্ষণ সেল থেকে সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন তিনি।
এদিকে দলের সিনিয়র নেতা ও ২০ দলের শীর্ষ নেতাদের সঙ্গে আজ বুধবার রাতেই বৈঠকে বসবেন তিনি।
এদিকে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশ ও যৌথবাহিনী এবং প্রশাসনের সহায়তায় ভোট কেন্দ্র দখল ও কারচুপির মহা উৎসবে নেমেছে। বুধবার দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ১৫৭টি পৌরসভায় কোথাও আংশিক আবার কোথাও সম্পূর্ণ কেন্দ্র সরকারদলীয় ক্যাডাররা দখল করে নিয়েছে। প্রশাসনের লোকজনের সামনেই ব্যালট বাক্স ছিনতাই করে সিল মারা হয়েছে। অনেক ভোটকেন্দ্র প্রশাসনের সহায়তায় আবার কোথাও প্রশাসনের নাকের ডগায় বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। অনেক জায়গায় এজেন্ট, কর্মী, সমর্থক ও প্রার্থীদের মারধর করা হয়েছে।
যেসব পৌরসভা দখল, স্থগিত ও বিএনপির প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করেছে সেসব পৌরসভায় পুনর্নির্বাচনের দাবি জানান তিনি।
৩০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�