সোমবার, ১৫ জুন, ২০২০, ০৯:৩৭:৪৭

করোনায় আক্রা'ন্ত সংসদ সচিবালয়ের ৬৭ কর্মকর্তা-কর্মচারী

করোনায় আক্রা'ন্ত সংসদ সচিবালয়ের ৬৭ কর্মকর্তা-কর্মচারী

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের ৬৭ জন কর্মকর্তা-কর্মচারী। তারা প্রত্যেকেই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।

জানা যায়, গত ১০ জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে ৪৩ জন কর্মকর্তা-কর্মচারী আক্রা'ন্ত ছিলেন। অধিবেশন শুরু হওয়ার পর আরও ২৪ জন আক্রান্ত হয়েছেন। প্রতিনিয়তই এই আক্রা'ন্তের সংখ্যা বাড়ছে। রবিবার ৪ জন আক্রা'ন্ত হয়েছেন। যারা আক্রা'ন্ত হয়েছেন তাদের মধ্যে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ওয়ারেস হোসেন, গণসংযোগ শাখার পরিচালক ও উপসচিব মো. তারিক মাহমুদ, টিভি প্রডিউসার মাসুম বিল্লাহ, কর্মকর্তা কামরুল ইসলাম, কর্মচারী নেতা আতর আলী প্রমুখ।

এ বিষয়ে গণমাধ্যমকে জাতীয় সংসদ সচিবালয়ের মেডিকেল শাখার ডেন্টাল সার্জন ডা. তামিম বলেন, এ পর্যন্ত ৬৭ জনের মতো কর্মকর্তা-কর্মচারী আক্রা'ন্ত রয়েছেন। তবে তাদের কারো অব'স্থা গু'রুতর নয়। তারা সুস্থ আছেন, আমরা প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছি। দুই একদিন পর পর সংসদ সচিবালয়ে করোনা টেস্ট করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে