নিউজ ডেস্ক : স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. ইকবাল কবীর করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রা'ন্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ এসেছে।
ইকবাল কবীরের ছোট ভাই ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সহ-সভাপতি নজরুল কবীর শুক্রবার (১৯ জুন) জাগো নিউজকে বলেন, বর্তমানে তিনি তার বাসায় আইসোলেশনে রয়েছেন। এর আগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ করোনায় আক্রা'ন্ত হন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। সম্প্রতি তিনি সু'স্থ হয়ে কাজে যোগদান করেছেন।
স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জন। এদের মধ্যে মা'রা গেছেন এক হাজার ৩৮৮ জন। তবে সু'স্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৯৪৫ জন।