সোমবার, ২২ জুন, ২০২০, ০১:৫২:০৯

স্থলবন্দরও আড়ৎগুলিতে দাম কমে প্রতি কেজি ১৬ টাকায় বিক্রি হচ্ছ পেঁয়াজ

স্থলবন্দরও আড়ৎগুলিতে দাম কমে প্রতি কেজি ১৬ টাকায় বিক্রি হচ্ছ পেঁয়াজ

নিউজ ডেস্ক : প্রাণঘা'তী করোনা ভাইরাসের মধ্যেই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ার সাথে সাথে পাইকারি ও খুচরা বাজারে কমতে শুরু করেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। এদিকে স্থলবন্দরও আড়ৎগুলিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৭ টাকা দরে। আর কম দামে পেঁয়াজ কিনতে পেরে খুশি পাইকারেরা।

এ ব্যাপারে হিলি স্থলবন্দরে কাঁচামাল আমদানিকারক বাবলুর রহমান জানান, দীর্ঘদিন বন্ধের পর শুরু হয়েছে রেলপথ ও সড়ক পথে ভারত থেকে পেঁয়াজ আমদানি।

সামনে যেহেতু কোরবানি ঈদ অন্যান্য সময়ের চেয়ে এসময় পেঁয়াজের চাহিদা বেড়ে যায়। একারণে দেশের বিভিন্ন বন্দর ও রেলযোগে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে, যা চাহিদার তুলনায় অনেক বেশি। তার পরও দেশের বিভিন্ন জেলাকে রেড জোন ঘোষণা করার কারণে ও পেঁয়াজের চাহিদা কমেছে। যার কারণেই মূলত পেঁয়াজের দাম কমেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে