বুধবার, ২৪ জুন, ২০২০, ০৯:৪১:২২

আরো ৪ জেলার ৭ এলাকাকে রেড জোন হিসেবে সাধারণ ছুটি ঘোষণা

 আরো ৪ জেলার ৭ এলাকাকে রেড জোন হিসেবে সাধারণ ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) অতি ঝুঁ'কিতে থাকা দেশের ৪ জেলার ৭ এলাকাকে রেড জোন হিসেবে তালিকাভুক্ত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জের ৭টি রেড জোন অঞ্চলে সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জা'রি করেছে।

এর আগে সোমবার রাতে ৫ জেলার ১১টি ও রোববার ১০ জেলার ২৭টি এলাকাকে রেড জোন হিসেবে তালিকাভুক্ত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এতে বলা হয় ‘সংক্রামক রোগ (প্র'তিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কোভিড-১৯ রোগের সং'ক্রমণ প্র'তিরোধ ও নিয়ন্ত্রণে রোগের চলমান ঝুঁ'কি বিবেচনায় জন-চলাচল/জীবনযাত্রাভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে এ এলাকাগুলোকে রেড জোন ঘোষণা করায় জনপ্রশাসন মন্ত্রণালয় সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত থাকবে। এসব এলাকায় ২৪ জুন থেকে বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটি থাকবে।

যেসব এলাকায় সাধারণ ছুটি থাকবে সেগুলো হল- কক্সবাজার জেলার সদর উপজেলার কক্সবাজার পৌরসভা, টেকনাফ উপজেলার টেকনাফ পৌরসভা, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬ ও ৯নং ওয়ার্ড, রত্নাপালং ইউনিয়নের কোটবাড়ি বাজার, পালংখালী ইউনিয়নের বালুখালী ও থাইংখালী বাজার এলাকা।

২৪ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত ছুটি থাকবে। মাগুরা জেলার ঢাকা-ঝিনাইদহ-মেহেরপুর মহাসড়ক এলাকা সংলগ্ন মাগুরা পৌরসভার একতা কাঁচাবাজার ও ডায়না মোড়ের দক্ষিণে ৪নং ওয়ার্ডের খানপাড়া এবং পিটিআইপাড়া এলাকা।

এসব এলাকায় ২৪ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত ছুটি থাকবে। খুলনা জেলার খুলনা সিটি কর্পোরেশনের ১৭ ও ২৪নং ওয়ার্ড এবং রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন এলাকা। ২৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত ছুটি থাকবে। এছাড়া হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল ইউনিয়ন এলাকায় ২৪ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত ছুটি থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে