বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৮:১০:৩৬

দেশে শেখ হাসিনার জনপ্রিয়তা ৬৭ শতাংশ

দেশে শেখ হাসিনার জনপ্রিয়তা ৬৭ শতাংশ

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন সমর্থনের দিক থেকে সদ্য বিদায়ী বছর ২০১৫ তে ৬৭ শতাংশ বলে এক জরিপে উঠে এসেছে। ‘গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনার’ এবং যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট’ (আইআরআই)-এর তত্ত্বাবধানে নিয়েলশন বাংলাদেশের জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশের অর্ধেকেরও বেশি মানুষ খুব ভালো আছে। আর প্রধানমন্ত্রীর উপর সন্তুষ্টু প্রকাশ করেছেন ৬৭ শতাংশ মানুষ। ওই প্রতিবেদনে বলা হয়, ৬২ শতাংশ মানুষ মনে করে সরকার সঠিক পথে রয়েছে। এই জনমত জরিপে ১৮ বছর বা তদুর্ধ্ব ২ হাজার ৫৫০ জন মানুষের মতামত নেয়া হয়েছে। জরিপে ব্যক্তিগতভাবে বাড়ি বাড়ি গিয়ে মতামত গ্রহণ করা হয়। অন্যদিকে, প্রায় অর্ধেক মতামত প্রদানকারী বিরোধী দলের প্রতি বিরক্ত বলে মন্তব্য করেছেন। অপরদিকে, বিচার বিভাগের প্রতি সমর্থন জানিয়েছেন ৭৩ শতাংশ। জেলা প্রশাসকদের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৭২ শতাংশ মানুষ। জনমত জরিপে র‌্যাবের প্রতি আস্থা প্রকাশ করেছেন ৭৬ শতাংশ মানুষ। জনমত জরিপে গণমাধ্যমের প্রতি সর্বাধিক আস্থা প্রকাশ করেছে ৮৩ শতাংশ মানুষ। ৩১ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে