নিউজ ডেস্ক : করোনা সংক'ট মো'কাবেলায় কাদা ছো'ড়াছু'ড়ি না করে সরকারের ভু'ল থাকলে তা ধ'রিয়ে দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এখন কোনও রাজনীতি নয়। এখন একটাই রাজনীতি সং'ক্র'মণ রোধ ও মানুষকে বাঁচানো। কাজেই চিরায়ত ভ'ঙ্গির মি'থ্যাচার ব'ন্ধ করে সং'কট সমাধানে কোনও পরামর্শ থাকলে দিন। জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্বশীল ভূমিকা পালন করুন।
বিএনপির ক'ঠো'র স'মালো'চনা করে তিনি বলেন, বিএনপি করোনা সং'কটের শুরু থেকেই দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে সরকারের স'মালো'চনাকে নিজেদের রাজনৈতিক কৌ'শল কিংবা দর্শন হিসেবে নিয়েছে। এতে বিএনপির আদৌ জনসমর্থন বেড়েছে কি?
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শুরু থেকেই নানা সীমাব'দ্ধতা সত্ত্বেও দিনরাত পরিশ্রম করে যাচ্ছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সং'ক্র'মণ রো'ধ, চিকিৎসা নেটওয়ার্ক সম্প্রসারণ, সুর'ক্ষা সামগ্রী সংগ্রহসহ অসহায় ক'র্মহী'ন মানুষের সুর'ক্ষায় কাজ করছে। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যসহ জগতের তাবৎ সমৃদ্ধ শক্তির দেশগুলোর সীমাব'দ্ধতা নিয়ে করোনার বি'রু'দ্ধে লড়া'ই করছে। কোন দেশের প্রস্তুতি শতভাগ ছিল? কোন দেশের সীমাবদ্ধতা ছিল না? শুধু সমালো'চনা করতে হবে বলে আপনারা জাতিকে অসত্য তথ্য দিয়ে যাবেন?