রবিবার, ২৮ জুন, ২০২০, ০৪:১৯:৫৩

বস্তি ও নিম্নআয়ের মানুষের মধ্যে করোনা আক্রা'ন্তের সংখ্যা কম!

বস্তি ও নিম্নআয়ের মানুষের মধ্যে করোনা আক্রা'ন্তের সংখ্যা কম!

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বাড়ছে আক্রা'ন্ত হয়ে মৃ'তের সংখ্যাও। বিশেষজ্ঞরা বলেছিলেন, করোনায় রাজধানী ঢাকাসহ সারা দেশের বস্তিগুলোয় ও নিম্নআয়ের মানুষদের ক্ষতি হবে বেশি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বস্তি ও নিম্নআয়ের মানুষের মধ্যে করোনা আক্রা'ন্তের সংখ্যা অনেক কম। 

কারণ জানতে চাইলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, একটি কারণ হলো বস্তি ও নিম্ন আয়ের মানুষের মধ্যে করোনা আক্রা'ন্তের সুনির্দিষ্ট কোনও তথ্য নেই। তবে এই সংখ্যা যে কম, তা সাদা চোখেও বোঝা যাচ্ছে। তা না হলে মৃ'তের সংখ্যা আরও অনেক বেশি বেড়ে যেতো। আরেকটি কারণ হতে পারে, বস্তিগুলোতে হয়তো অনেকেই নিজের অগোচরেই আক্রা'ন্ত হয়ে আবার সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া এসব মানুষ তুলনামূলক শারীরিক পরিশ্রম বেশি করেন। একারণে তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে। শরীরে হয়তো ইমিউনিটির পরিমাণও বেশি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কোভিড-১৯ বিষয়ক কারিগরি পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ‘বস্তিতে যদি করোনার প্র'কোপ অন্যান্য জায়গার মতো হতো, তাহলে অনেক মানুষ মা'রা যেতো। কারণ এমনিতেই বস্তিগুলো ঘনবসতিপূর্ণ এলাকা। হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মানার প্রবণতাও কম।’ তবে এ সম্পর্কে গবেষণা করা দরকার মন্তব্য করে তিনি বলেন, ‘এ সম্পর্কে কিছুই বোঝা যাচ্ছে না, কেন এমন হচ্ছে। গবেষণা করে কতজন পজিটিভ আর নেগেটিভ, সেটা বের করে দেখা যেতে পারে। কেন এমন হলো সেটাও গবেষণা করা জরুরি।’

করোনার উপসর্গ নিয়ে যারা মা'রা যাচ্ছেন তাদের মধ্যে বস্তি এলাকার মানুষের হার কতো সেটা দেখতে হবে মন্তব্য করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহিদুর রহমান বলেন, ‘বস্তির মানুষ আক্রা'ন্ত হচ্ছেন, কিন্তু হয়তো শনা'ক্ত হচ্ছেন না। করোনাতে যারা আক্রা'ন্ত হন তাদের মধ্যে শতকরা ৮০ শতাংশেরই লক্ষণ বা উপসর্গ থাকে না। 

আবার যারা কর্মঠ তারা হালকা সর্দি কাশি হলে বলেনও না। সচেতনতার অভাবে সেটা আমলে নেন না। সবকিছু মিলিয়ে কম বলা যাবে না। হয়তো আমরা খবর পাচ্ছি কম। আক্রা'ন্ত কম এটা বলতে আমাদের স্টাডি করা লাগবে। কিন্তু এ ভাইরাসের যে চরিত্র তাতে করে বেশি হওয়া ছাড়া কম হওয়ার কোনও যুক্তি নাই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে