রবিবার, ২৮ জুন, ২০২০, ০৭:২১:৩৮

করোনায় মৃত্যু হওয়া ব্যক্তির প্রতি মানবিক হোন : স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় মৃত্যু হওয়া ব্যক্তির প্রতি মানবিক হোন : স্বাস্থ্য অধিদপ্তর

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়ে মৃ'ত্যুবরণকারী ব্যক্তিদের প্রতি মানবিক আচ'রণ করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রবিবার দুপুরে নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ আহ্বান জানান।

যারা করোনায় মৃ'ত ব্যক্তির সৎকার করছেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ডা. নাসিমা বলেন, ''জনসাধারণের প্রতি বিশেষ অনুরোধ, যারা করোনায় আক্রা'ন্ত হয়ে মা'রা যাচ্ছেন, তাদের প্রতি অমা'নবিক হবেন না। প্রত্যেকটি ম'রদেহের প্রতিই আমাদের সম্মান জানানো উচিত। সঠিকভাবে তাদের দাফন বা সৎকার করা দরকার। সেজন্য একজন মানুষ মা'রা গেলে যথাযথভাবে যাতে সৎকার হয়, সে ব্যাপারে সবাইকে সাহায্য করার জন্য আহ্বান জানাচ্ছি।''

অধ্যাপক নাসিমা সুলতানা এ সময় করোনা মো'কাবিলায় কাজ করা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হেলথ বুলেটিনে বলা হয়, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়ে মা'রা গেছেন ৪৩ জন। এনিয়ে মোট মা'রা গেলেন ১,৭৩৮ জন। এছাড়া একই সময়ে আরও ৩,৮০৯ জন করোনা ভাইরাসে সং'ক্র'মিত রোগী শনা'ক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনা'ক্তের সংখ্যা দাঁড়াল ১,৩৭,০৮৭ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে