শুক্রবার, ০৩ জুলাই, ২০২০, ০৭:০১:৩১

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যা'গ চেয়ে রাস্তায় ইসলামী যুব আন্দো'লন

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যা'গ চেয়ে রাস্তায় ইসলামী যুব আন্দো'লন

নিউজ ডেস্ক : করোনা চিকিৎসা ব্যবস্থাপনায় ব্য'র্থতা ও দুর্নী'তির দা'য়ে স্বাস্থ্যমন্ত্রীর প'দত্যা'গ, বিনামূল্যে করোনা টেস্ট ও চিকিৎসার ব্যবস্থা, লকডাউনে ক্ষ'তিগ্র'স্ত যুবকদের সু'দমু'ক্ত ঋ'ণ প্রদান ও উপযুক্ত কর্মসংস্থান নি'শ্চিত করার দাবিতে রাজধানীতে বিক্ষো'ভ করেছে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর।

শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় এ বিক্ষো'ভ অনুষ্ঠিত হয়। বিক্ষো'ভ মি'ছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেন, করোনা ভাইরাস আ'ক্রা'ন্তদের স্বাস্থ্যসেবা নিয়ে সকল পর্যায়ের মানুষ এখন বির'ক্ত। 

কভিড-১৯ টেস্ট, চিকিৎসাসেবা, ডাক্তার-নার্সদের সুযোগ সুবিধা সকল ক্ষেত্রেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের চ'র'ম ব্য'র্থতা ফুটে ওঠেছে। তাই অ'তিদ্রু'ত স্বাস্থ্যখা'তকে গতিশীল করতে ব্য'র্থ ও অযোগ্য স্বাস্থ্যমন্ত্রীর প'দত্যা'গ দাবি করছি। সেই সাথে করোনা টেস্ট ফি বা'তিল করে বিনামূল্যে করোনা চিকিৎসা প্রদানের দাবি জানাচ্ছি।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষো'ভ মিছিল বের হয়। যুব আন্দো'লনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুফতি মানসুর আহমাদ সাকীর সভাপতিত্বে আয়োজিত বিক্ষো'ভে আরো বক্তব্য রাখেন, যুবনেতা প্রকৌ'শলী আতিকুর রহমান মুজাহিদ, শেখ মুহাম্মাদ নূর-উন-নাবী, এইচ এম জহিরুল ইসলাম প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে