রবিবার, ০৫ জুলাই, ২০২০, ০৩:৩৭:২৬

বাংলাদেশিদের হ'ত্যা করছে, ধ'রে নিয়ে গিয়ে নি'র্যাতনও চালায় বিএসএফ, সরকার টু শব্দটি পর্যন্ত করে না: রিজভী

বাংলাদেশিদের হ'ত্যা করছে, ধ'রে নিয়ে গিয়ে নি'র্যাতনও চালায় বিএসএফ, সরকার টু শব্দটি পর্যন্ত করে না: রিজভী

নিউজ ডেস্ক : সীমান্ত হ'ত্যাকা'ণ্ডের নিন্দা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশিদের হ'ত্যা করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশের ভেতর থেকে ধ'রে নিয়ে গিয়ে নির্যা'তনও চালায় বিএসএফ। গত তিন মাসে তারা ২৫ বাংলাদেশি নাগরিককে হ'ত্যা করেছে। গত ২ জুলাইতেও তারা একজনকে হ'ত্যা করছে। শনিবারও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মানসিক ভারসাম্যহীন জাহাঙ্গীর আলমকে ধ'রে নিয়ে গু'লি করে হ'ত্যা করা হয়েছে বলে অভি'যোগ পাওয়া গেছে। এই ভ'য়ঙ্কর অমানবিক মনুষ্যত্বহীন ঘটনা দেশবাসীকে গভীরভাবে ম'র্মাহত করেছে। অথচ বাংলাদেশ সরকার টু শব্দটি পর্যন্ত করে না। এই বিষয়ে তথ্যমন্ত্রী চুপ কেন?’

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সীমান্ত হ'ত্যা বন্ধে সরকারের কোনো পদক্ষেপ নেই। ‘নতজানু সরকার’ কোনো প্র'তিবাদ করারও সাহস পাচ্ছে না। দীর্ঘদিন ধরে এই একপেশে হ'ত্যাকা'ণ্ডের শি'কার হচ্ছেন বাংলাদেশীরা। 

বর্তমান সরকার কতটুকু নতজানু যে, এর আগে আমরা দেখেছি– বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিএসএফের হ'ত্যাকা'ণ্ডের কোনো প্র'তিবাদ না করে বরং তাদের গু'লিতে নিহ'ত বাংলাদেশীদেরই অভি'যু'ক্ত করেছে। গত তিন মাসে বিএসএফের সব হ'ত্যাকা'ণ্ডের আমরা তী'ব্র নি'ন্দা ও প্র'তিবাদ জানাচ্ছি।

বিএনপি নেতাদের গ্রে'ফতার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ঢাকা শহরে বাড়িওয়ালারা ভাড়াটিয়া খুঁ'জে পাচ্ছে না। সবাই ঢাকা ছেড়ে গ্রামমুখী হচ্ছেন। স্বল্পআয়ের মানুষরা করোনার আঘা'তে কর্মহীন হয়ে পড়েছে, এর ওপর বিদ্যুৎ, গ্যাস, পানি ও জ্বালানি তেলের অত্যধিক মূল্যবৃদ্ধিতে তাদের জীবন ওষ্ঠাগত। শ্রমিক ছাঁ'টাই আর চাকুরিচ্যুতির হি'ড়িক পড়ে গেছে দেশব্যাপী। চাকরি হারিয়ে আত্মহ'ত্যা করছে মানুষ। এক নজিরবিহীন সং'কটের মধ্যে পড়েছে মধ্য ও স্বল্প আয়ের মানুষ। সরকারের লোকেরা এই সং'কটগুলোর নজর না দিয়ে জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিরোধী দলের ওপর ঝাঁ'ক বেঁ'ধে আক্র'মণ শুরু করেছে। সেখানে শুধু মিথ্যা কথার ফুলঝুরি নয়, চলছে গু'ম, মিথ্যা মা'মলা, হা'মলা ও গ্রেফ'তারের হিড়িক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে