রবিবার, ০৫ জুলাই, ২০২০, ১০:৩৬:৩৩

করোনা নিয়ন্ত্রণ করা খুব কঠিন কিছু ছিল না: মির্জা ফখরুল

করোনা নিয়ন্ত্রণ করা খুব কঠিন কিছু ছিল না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা ভাইরাস নিয়'ন্ত্রণ করা খুব ক'ঠিন ছিল না। সরকারের অদ'ক্ষতা ও অযো'গ্যতার কারণে আজ সারা দেশে ছড়িয়ে পড়েছে। তার অ'ভিযো'গ, সরকার দুর্নী'তি করে স্বাস্থ্যব্যবস্থাকে একেবারে ভে'ঙে দিয়েছে। এখানে মানুষ কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না।

আজ রোববার বিকেলে উত্তরার বাসা থেকে অনলাইনে সিলেটে সাউথ সুরমা ন্যা'শনা'লিস্ট ফোরামের এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, হাসপাতালে গেলে অক্সিজেনের অভাব, ভেন্টিলেটর কথা বাদই দেন। গ্লাভস বলুন, মাস্ক বলুন, স্যানিটাইজার বলুন, সুর'ক্ষাসামগ্রী বলুন—প্রতিটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে প্রতিদিন। কোনো নিয়'ন্ত্রণ নেই।

করোনা ভাইরাস নিয়'ন্ত্রণে সরকারের বিরু'দ্ধে অদক্ষতার অ'ভিযো'গ করে বিএনপির মহাসচিব বলেন, ভিয়েতনাম নিয়'ন্ত্রণ করেছে, কিউবা নিয়'ন্ত্রণ করেছে, চীনে এত বড় আক্র'মণের পরে তারাও নিয়'ন্ত্রণ করেছে, নিউজিল্যান্ড নিয়'ন্ত্রণ করেছে। অর্থাৎ সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে সে জনগণকে উ'দ্বু'দ্ধ করে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা ইত্যাদি কাজ করা খুব ক'ঠি'ন ছিল না।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ''আমি মনে করি এখানে যে ভু'লগুলো হয়েছে, সেগুলো সরকারের সম্পূর্ণ অ'জ্ঞ'তা, অদ'ক্ষতা, অযো'গ্যতার কারণে আজ কোবিড সারা দেশে ছড়িয়ে পড়েছে। বারবার ভু'ল সিদ্ধা'ন্তের ফলে, একবার ঢাকা থেকে চলে যাওয়া আবার ঢাকায় নিয়ে আসা, আবার ঢাকায় কিছু অঞ্চল লকডাউন করা। এখন আমরা খুব দুশ্চি'ন্তায় আছি যে কোরবানির ঈদ আসছে, এই ঈদে আবার কীভাবে ব্যা'পক সামাজিক সং'ক্র'মণ হয়।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে