শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ০৩:৩৭:১২

অভি'যানের পর স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়েছিলেন শাহেদ

অভি'যানের পর স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়েছিলেন শাহেদ

নিউজ ডেস্ক : জালিয়াতির অভি'যোগে পলাতক শাহেদ এখনো ধরাছোঁয়ার বাইরে। আ'ত্মগোপনে থাকা শাহেদের বিরু'দ্ধে পাওয়া গেছে আরো অভি'যোগ। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, যেখানেই থাকুক পার পাবে না সে। অভি'যানের পর স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে শাহেদ তদবির করারও চেষ্টা করেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে, শাহেদের বাবা সিরাজুল ইসলাম গতকাল করোনা নিয়ে মা'রা যান। আজ সকালে তার দাফন হয়। যেখানে ছিলেন না পরিবারের কেউ। গত ৪ জুলাই অসুস্থ বাবাকে ইউনিভার্সেল মেডিকেলে ভর্তি করেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। ভর্তি করার সময় শাহেদ দাবি করেন, তার বাবা সিরাজুল ইসলামের কোভিড-১৯ সং'ক্রমণ নেই। তবে পরে পরীক্ষায় করোনা পজিটিভ হয়।

হাসপাতালে ভর্তির পর প্রথম দুইদিন শাহেদ বাবাকে দেখতে গেলেও রিজেন্ট হাসপাতালে অভি'যানের পর থেকে আর যাননি। এ অবস্থায় বৃহস্পতিবার মা'রা যান তার বাবা। পরে শুক্রবার (১০ জুলাই) সকালে তার বাবাকে আজিমপুর ক'বরস্থানে দা'ফন করা হয়। তবে সেখানে ছিলেন না শাহেদ। ছিলেন না শাহেদের স্ত্রী কিংবা কাছের স্বজনরাও।

শাহেদের স্ত্রী রিমি বলেন, যতটুকু করা আমার পক্ষে সম্ভব ততটুকুই করেছি। তাকে দা'ফন করা হয়েছে সকালে। শাহেদ শুধু প্রতারণা করেই ক্ষা'ন্ত হননি। রয়েছে নারী কে'লেঙ্কা'রির নানা অভি'যোগ শাহেদের সাবেক এক নারী সহকর্মী বলেন, অনেক রকমের মেয়েরা আসতো। স্যারের রুমে মেয়েদের নিয়ে মা'রতো। আমি তার খারাপ চরিত্র দেখার পরেই চলে আসি।  

এদিকে, শাহেদের অনেক সহকর্মী এই ঘটনায় গ্রেফ'তার হলেও এখনো ধ'রাছোঁয়ার বাইরে এই প্র'তারক। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, যত ক্ষমতাবানই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আমাকে ফোন দিয়েছিলেন। বলছেন তার সব কিছু সিল করে দেয়া হচ্ছে। আমি তাকে বলে দিয়েছি যে তিনি কোনো খারাপ কাজ করেছেন দেখেই এগুলো ধ'রছে। তিনি আবার আমার কাছে জানতে চেয়েছেন, তিনি এখন কি করবেন। আমি বলেছি কোর্টে গিয়ে যা বলার আছে বলুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে