রবিবার, ১২ জুলাই, ২০২০, ১০:৩৩:২২

প্র'তারক শাহেদের পাসপোর্ট জ'ব্দ

প্র'তারক শাহেদের পাসপোর্ট জ'ব্দ

নিউজ ডেস্ক : উত্তরায় রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে অভি'যান চালিয়েছে র‌্যাব। এ সময় হাসপাতালের মালিক শাহেদ ও তার বাবার পাসপোর্ট জ'ব্দ করে করা হয়। র‌্যাব বলছে, মা'মলার তদ'ন্তের স্বার্থেই শনিবার বিকেলে এ অভি'যান চালানো হয়।

গ্রে'ফতারদের কাছ থেকে তথ্যের ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ আলাতম সংগ্রহ করা হয় রিজেন্টের প্রধান কার্যালয় থেকে। অভি'যানে হাসপাতালের এমডির কক্ষ থেকে একটি কম্পিউটারের হার্ডডিস্ক জ'ব্দ করা হয়।

করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা না করেই ভু'য়া রিপোর্ট দেয়াসহ নানা অনিয়ম ধ'রা পড়ায় গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধ করে দেয়া হয়। এর পরপরই রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে উত্তরা পশ্চিম থানায় মামলা (মামলা নম্বর- ৫) করে র‌্যাব। এর মধ্যে আটজন গ্রে'ফতার রয়েছেন। ওই মা'মলায় শাহেদসহ নয়জনকে পলাতক হিসেবে এজাহারভুক্ত করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য, শাহেদের বি'রুদ্ধে ধানমণ্ডি থানায় ২টি, বরিশালে ১টি, উত্তরা থানায় ৮টি মামলাসহ রাজধানীতে ৩২টি মা'মলা রয়েছে। ২০০৯ সালের জুলাইয়ে প্রতারণার মা'মলায় তিনি একবার গ্রে'ফতারও করা হয়েছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার বিকেলেই উত্তরায় রিজেন্টের প্রধান কার্যালয় সিলগালা করে দেয় র‌্যাব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে